প্রতিনিধি 29 January 2025 , 2:30:06 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পশ্চিমে ব্রহ্মপুত্র নদে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পশ্চিম পাশে পৌঁছানোর পরপরই সশস্ত্র ডাকাত দল অতর্কিতভাবে হামলা চালায়। ১১ জনের এই ডাকাতদল একটি ডিঙ্গি নৌকায় করে এসে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এরপর তাদের সঙ্গে থাকা টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা নৌকার শ্যালো ইঞ্জিনের হ্যান্ডেল খুলে নিয়ে যায়, ফলে যাত্রীদের নৌকা চরেই আটকা পড়ে।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ-খবর নিয়েছি। ১০-১১ জনের মুখোশ পরা একটি দল যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’
উল্লেখ্য, গত বছর ২১ ডিসেম্বর চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দুইশ’ বিঘার চরের কাছে আরেকটি নৌ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ১৬-১৭ জনের একটি ডাকাতদল পিস্তল ও দেশি অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায়।
নৌপথে বারবার ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় যাত্রীদের মধ্যে। নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।