মোঃ সফিকুল ইসলাম কচাকাটা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের হিরার ভিটা গ্রামে ধান ক্ষেতে বেলাল হোসেন (২৫)নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের নুর নবী মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোচালক।
শনিবার (০১ মার্চ) সকাল দশটার দিকে স্থানীয় বাসিন্দারা লাশটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সঙ্ঘবদ্ধ অটো ছিনতাইকারি তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার অটোটি ঘটনা স্থলে পাওয়া যায় নাই। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরা দেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।