প্রতিনিধি 26 March 2025 , 5:31:49 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব শিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, সুধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ।
জাতীয় সংগীতের তালে তালে প্রধান অতিথি পতাকা উত্তোলন করে সম্মান গ্রহণের পর প্যারেড পরিদর্শন করে শান্তির প্রতীক সাদা পায়ড়া উড়িয়ে দেন। অতঃপর উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন।
ডিসপ্লে উপস্থাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে সেখানকার মতো অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হয়। পরবর্তীতে দিনব্যাপী অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।