প্রতিনিধি 29 August 2025 , 12:25:19 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।ছিনাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ সাইদুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন –
জনাব এডভোকেট মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি, রাজারহাট
জনাব মোঃ আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি
জনাব মোঃ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি
জনাব মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব, ছিনাই ইউনিয়ন বিএনপি
এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছিনাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।আয়োজনে ছিলো – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছিনাই ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজারহাট, কুড়িগ্রাম।