অন্যান্য

কুড়িগ্রামের রৌমারী‌তে যুবলীগ নেতা গ্রেফতার

  প্রতিনিধি 7 January 2025 , 5:01:45 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

 

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার সদর ইউনিয়‌ন যুবলীগের সাংগঠ‌নিক সম্পাদক মোহাম্মদ আলী সৃজনকে (৩৮) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়া‌রি) সন্ধ‌্যায় উপ‌জেলা প্রেসক্লাব সংলগ্ন এক‌টি চা‌য়ের দোকান থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

সৃজন উপ‌জেলার সদর ইউনিয়‌নের চাক্তাবা‌ড়ি গ্রা‌মের বা‌সিন্দা এবং চাক্তাবাড়ি হাইস্কুলে গ্রন্থাগা‌রিক প‌দে কর্মরত। ত‌বে তা‌কে কোন মামলায় গ্রেফতার করা হয়ে‌ছে তা নি‌শ্চিত ক‌রে‌নি পু‌লিশ।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ব‌লেন, ‘সৃজন‌কে আগের এক‌টি মামলায় গ্রেফতার করা হ‌য়ে‌ছে। আমি বাইরে আছি, থানায় ফি‌রে মামলার বিস্তা‌রিত বল‌তে পার‌বো।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ