অন্যান্য

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন ১০ দিন পর জামিনে মুক্ত

  প্রতিনিধি 11 September 2025 , 8:02:08 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও বরখাস্তকৃত যুগ্ম সচিব সুলতানা পারভীন অবশেষে ১০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার এ.জি. মাহমুদ।

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সুলতানা পারভীন গত ০২ সেপ্টেম্বর আদালতের আদেশে কারাগারে যান। এরপর ১০ দিন কারাভোগ শেষে বৃহস্পতিবার হাইকোর্টের ছয় মাসের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছালে তিনি মুক্তি পান।

এর আগে সাংবাদিক আরিফের করা মামলায় গত ৩ আগস্ট সুলতানা পারভীন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট তা না মঞ্জুর করে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরবর্তীতে গত ২১ আগস্ট তিনি আদালতে জামিন আবেদন করলে শুনানির দিন ধার্য হয় ০২ সেপ্টেম্বর। ওইদিন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে নজিরবিহীন দ্রুততায় আসামিপক্ষ হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করে। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় মাসের জামিন মঞ্জুর করলে বৃহস্পতিবার তিনি মুক্তি লাভ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রাম শহরের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। তাকে ক্রসফায়ারের উদ্দেশ্যে ধরলা নদীর তীরে নেওয়া হলেও পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে নির্যাতন শেষে ভ্রাম্যমাণ আদালতের নামে সাজা দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর আরিফ জামিনে মুক্তি পান এবং পরবর্তীতে তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ