প্রতিনিধি 28 August 2025 , 7:50:37 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চিলমারী থানা পুলিশ এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বাসক এ দণ্ডাদেশ দেন।
এর আগে সোমবার (২৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার এলাকায় দুটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে শিহাব মিয়া (২১) ও আলামিন (২৪) কে আটক করা হয়।
অভিযানে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, তিনটি কম্পিউটার ও একটি মনিটর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রকাশ্য জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দণ্ডাদেশ দেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, “দণ্ডিত দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সবুজ কুমার বাসক বলেন,
“অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে পুলিশ ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”