অন্যান্য

কুড়িগ্রামে ইস্কাফ ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  প্রতিনিধি 10 November 2024 , 1:48:37 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ ও ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

 

রবিবার (১০ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার ওই মাদক চোরাকারবারিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারির মাহাবুর হোসেন মহুবর (৩৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের বাচ্চা মিয়া বিষাদুর ছেলে।

 

পুলিশ জানায়, আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার মমিনুলের বাড়ীর সামনের রাস্তায় ওঁত পেতে থাকে। এ সময় ওই রাস্তা দিয়ে বাইসাইকেল যোগে বস্তা ভর্তি করে মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশ মাহাবুরকে হাতেনাতে গ্রেফতার করে।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছানোয়ার হোসেন জানান, রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ