অন্যান্য

কুড়িগ্রামে এক নারী প্রতারককে পুলিশে দিল এলাকাবাসী

  প্রতিনিধি 29 October 2024 , 6:29:27 প্রিন্ট সংস্করণ

মোঃ হাফিজুর রহমান,

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারনা করতে গিয়ে এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ওই নারীকে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।

পুলিশ জানায়,উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে।

অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারনা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই নারীকে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ