অন্যান্য

কুড়িগ্রামে ‘চাঁদাবাজি’র’ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  প্রতিনিধি 7 January 2025 , 11:52:43 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

‘চাঁদাবাজির’ মামলায় কুড়িগ্রামের রৌমারী উপ‌জেলার চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দি‌কে উপজেলার চর শৌলমারী বাজার থেকে গ্রেফতার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

গ্রেফতার বজলুর রশিদ মঞ্জু সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তি‌নি চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন। এলাকায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের সা‌বেক প্রতিমন্ত্রী জা‌কির হো‌সেনের ঘ‌নিষ্ঠজন হি‌সে‌বে প‌রি‌চিত।

 

রৌমারী থানার উপপ‌রিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহাদত বলেন, ‌‘২০২২ সালের ১৮ সেপ্টেম্বর চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। এ ঘটনায় গত ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব। ওই মামলার আসামি হিসেবে বজলুর রশিদ মঞ্জুকে গ্রেফতার করা হয়ে‌ছে।’

 

তবে বজলুর রশিদের স্ত্রী ফেরদৌসি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ