প্রতিনিধি 2 November 2024 , 6:41:11 প্রিন্ট সংস্করণ
মোঃ আবু মুছা,
কুড়িগ্রাম সদর
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাহাদ হাসান তুষার (২৫) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার তুষার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ নেতা তুষার। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ৪ আগস্টের ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আসামিকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।