অন্যান্য

কুড়িগ্রামে জাতীয় পরিবেশবাদী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ এর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন

  প্রতিনিধি 7 September 2025 , 6:11:29 প্রিন্ট সংস্করণ

‎জাতীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরিবেশ রক্ষায় কাজ করা এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপণ, নদী ও খাল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তার মতো কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎কুড়িগ্রাম জেলার নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইদুল ইসলাম, আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুর রহমান।

‎তারা জানিয়েছেন, “আমরা কুড়িগ্রাম জেলায় সবুজায়নকে জোরদার করতে, তরুণদের সম্পৃক্ত করতে এবং পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”

‎নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা

‎🔹 সভাপতি: মোঃ সাইদুল ইসলাম
‎🔹 সাধারণ সম্পাদক: মোহাম্মদ জুয়েল রানা
‎🔹 সাংগঠনিক সম্পাদক:মোঃ আব্দুর রহমান

‎গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা:

‎* সিনিয়র সহ-সভাপতি: আব্দুর রাজ্জাক রিপন
‎* সহ-সভাপতি: মোঃ আসাদুল্লাহ আল গালিব, মোঃ সোহেল রানা, মোঃ নাজমুল ইসলাম
‎* সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: আবু হাসনাত হিরন
‎* যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আতিকুর রহমান, মোঃ সবুজ মিয়া, মোঃ শামিম হোসাইন
‎* সহঃ সাংগঠনিক সম্পাদক: মোঃ জুয়েল রানা
‎* অর্থ সম্পাদক: মোঃ আসলাম হোসাইন
‎* সহঃ অর্থ সম্পাদক: মোঃ ফুল মিয়া
‎* দপ্তর সম্পাদক: মোঃ লিটন মিয়া
‎* সহঃ দপ্তর সম্পাদক: ফরহাদ ইসলাম
‎* প্রচার সম্পাদক: মাহমুদ হাসান মিঠু প্রধান
‎* বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মোছাঃ জেসমিন খাতুন
‎* কৃষি বিষয়ক সম্পাদক: মোঃ আতাউর রহমান
‎* ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ আবু খায়ের ইসলাম
‎* সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আলমগীর হোসাইন
‎* শিক্ষা বিষয়ক সম্পাদক: রোকাইয়া ইসলাম রিতু
‎* নারী ও শিশু বিষয়ক সম্পাদক: কামরুন নাহার জুঁই
‎* দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মাহমুদুল হাসান
‎* প্রকল্প বিষয়ক সম্পাদক: নাজমুল হোসাইন লিমন
‎* বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ হাবিবুর
‎* স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সজল চন্দ্র মহন্ত
‎* যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: নাছিমুজ্জামান নাঈম
‎* যোগাযোগ বিষয়ক সম্পাদক: মোঃ আমির হোসেন
‎* নদী সংরক্ষণ বিষয়ক সম্পাদক: ইহসানুল হক
‎* তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: সোয়াইব মাহমুদ সিয়াম
‎* আইন বিষয়ক সম্পাদক: মোঃ জহুরুল ইসলাম বাদল

‎কার্যকারী সদস্যরা:
‎মোঃ সিয়াম আহমেদ, মোঃ লিটু মিয়া, মোঃ শামীম মিয়া, মমিনুল ইসলাম, মন্ডল তারা, মোর্শেদুল রহমান, রবিউল ইসলাম, জাহিদ হাসান, মোহাম্মদ মুছা বাবু, মাহমুদুল হাসান আতিক প্রমুখ।


‎নবগঠিত কুড়িগ্রাম জেলা কমিটি ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেবে। পাশাপাশি নদী ও খাল দখলমুক্ত রাখতে সচেতনতামূলক প্রচারণা চালাবে। শিক্ষার্থীদের নিয়ে পরিবেশবান্ধব ক্যাম্প আয়োজন করবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোও এ কমিটির অন্যতম অঙ্গীকার।

‎সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন নবগঠিত কুড়িগ্রাম জেলা কমিটি স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে এই কমিটি কুড়িগ্রাম জেলাকে সবুজ ও টেকসই পরিবেশের উদাহরণ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ