প্রতিনিধি 10 July 2025 , 3:31:50 প্রিন্ট সংস্করণ
মোঃ মতিউর রহমান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই,২০২৫ ) কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় জেলা অফিসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃতীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
জেলা সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মুকুল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মাঝে দোয়া ও শুভকামনা জানানো হয়।