কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে মিলন (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার দিনগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
জানা গেছে, নিহত যুবক মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদার সাথে শাশুড়ির বনিবনা নেই। যার কারণে প্রায় প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে পরিবারে। এ নিয়ে রোববার রাতে নিহত যুবক মিলনকে শাসন করে পরিবারের লোকজন। ওই রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার সময় নিহতের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, ঘটনাস্থলে সার্কেল স্যার পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।