প্রতিনিধি 16 March 2025 , 4:47:05 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।
রবিবার ১৬ ই মার্চ দুপুরে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন এর আয়োজনে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, আর ডি আর এস বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় আর ডি আর এস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জীবন কুমার সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জেবুন নেছা,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব, সাংবাদিক আশরাফুল হক রুবেল, চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট এর কো অর্ডিনেটর অলিক রাংসা,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, টেকনিক্যাল অফিসার লিড মোঃ আব্দুল মমিন,সাংবাদিক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক ফিরোজ আলম মনু,সাংবাদিক ফজলুল করিম ফারাজী, ফিল্ড ফ্যাসিলেটর রোশনা খাতুন,যুব সংগঠনের সাধারন সম্পাদক মরিয়ম আকতার মুক্তা,কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন। আয়োজকরা জানান কুড়িগ্রামে ৭৬ টি যুব সংগঠনে প্রায় ২৮০০ যুবক যুবতী বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছে।
পরে বাল্য বিবাহ প্রতিরোধে আর ডি আর এস ক্যাম্পাসে প্রচারণামুলক টাওয়ার উদ্বোধন করা হয়।