প্রতিনিধি 1 September 2025 , 2:41:51 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ (১ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায়
জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও বিভিন্ন
অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার
নেতা কর্মী অংশ নেয়।
পরে ঘোষপাড়ায এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক
মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বাবু ও যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।