কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের আগ্রাসী ভাঙ্গন বিলিন হচ্ছে ঘরবাড়ী,ফসলী জমি,গাছপালা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙ্গনের মুখে পড়েছে কয়েকটি গ্রাম ও বিভিন্ন স্থাপনা। ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের
মজলিসের সহযোগিতায় মানববন্ধনে অংশ
নেয় সদর উপজেলার,চরগোবিন্দপুর,পুর্ব আজিদপাড়ার এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য মাওলানা কাজী নুরুজ্জামান রাখেন, সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম, আসাদুজ্জামান রাজু ,সদর উপজেলা সাধারণ সম্পাদক, আলী হাসান, জেলা যুব বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মো: নুরনবী।
বক্তারা ব্রহ্মপুত্র নদের আগ্রাসী ভাঙ্গন রোধে অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানান।