অন্যান্য

কুড়িগ্রামে শত্রুতার বলি ২শ মণ মাছ, ক্ষতি ৫০ লাখ

  প্রতিনিধি 4 November 2024 , 1:35:35 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৯ একর আয়তনের পুকুরে কীটনাশক প্রয়োগ করে প্রায় ২শ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামের নাখদা বিলের পার্শ্বে রেললাইনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এদিকে বিপুল পরিমাণ মাছ মরে যাওয়ায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানান, ওই ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের খুদু ব্যাপারীর ছেলে আলতাফ হোসেন (৩৫) তাদের ৯ একর জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। পুকুর মালিক আলতাফ হোসেন জানান, তিনি প্রতি বছরের ন্যায় এবারো পুকুরে প্রায় ৩০ লাখ টাকার পোনা মাছ ছাড়েন।

গত শনিবার সকালে ওই পুকুরে এলাকাবাসীর অনেকেই মরা মাছ ভাসতে দেখেন। এরপর খবর পেয়ে আমি পুকুর পাড়ে গিয়ে মাছ মরার দৃশ্য হতবাক হয়ে যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ মাছ মারা যায়। এ ঘটনায় আমার প্রায় ২শ মণ মাছ মরে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান আলতাফ হোসেন।

তবে কি কারণে কারা এই পুকুরে বিষ প্রয়োগ করেছে, তা পুকুর মালিক কিংবা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত উদঘাটন করতে পারিনি। বিষ প্রয়োগের ঘটনায় আশপাশের পুকুর মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আমি মাছ মারা যাওয়ার দৃশ্য স্বচক্ষে দেখে হতবাক হয়েছি।

ওসি রেজাউল করিম রেজা জানান, এই ব্যাপারে শনিবার স্বপন ও তপন নামে দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিষ প্রয়োগের কারণে ওই পুকুরের মাছ মরেছে কিনা তা মরা মাছের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ