আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং ০২:৫৯ পিএম.
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ইউএনও।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বিষয়টি নিশ্চিত করেছেন। বাবলু মিয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার গোলজার হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা দেওয়ায় বাবলু মিয়াকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।