অন্যান্য

কুড়িগ্রামে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

  প্রতিনিধি 22 February 2025 , 6:47:02 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফেন্সিডিল ও তিন মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় পরিবহনে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ি বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার রাজিব সরকার, আব্দুল আলিম ও রংপুর পীরগঞ্জ মাদরপুর এলাকার আব্দুস সালামকে আটক করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশীদ জানান, আটক মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ