অন্যান্য

কুড়িগ্রামে ১ মণ ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬

  প্রতিনিধি 10 December 2024 , 9:31:32 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পিকাপ ভ্যানে ১ মণ ৩০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (০৯ ডিসেম্বর) সাড়ে রাত ৯টার দিকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকা থেকে ২টি বড় পিকাপে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ ৬টি মোবাইল ফোন জব্দ করেন সংস্থাটি।

 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে ধরলা ব্রিজ পশ্চিম পাড়ে টোল প্লাজার সামনে ২টি বড় পিকআপে ৬ জন ব্যক্তিসহ ৭০ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। এসময় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানটি জনসম্মুখে চালিয়ে ৬ জন ব্যক্তি ও ৬ টি মোবাইল ফোন ও ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

এই গাঁজা পলিথিনের বস্তায় পেঁচিয়ে এর ভিতরে পাঁটের বস্তা মোড়কে ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড়ে পিকআপে লোড দিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা দেন কারবারিরা।

 

আটককৃতরা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের আব্দুস সাওারের পুত্র ইব্রাহীম খলিল (৪০), নাটোর জেলার কাঁজু ( ৪৫), মেহেদী হাসান ( ২০), জয় (২০), আলাউদ্দিন শিকদার (২০) ও হামিদুল শিকদার (২০)।

 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় বলেন, জনসম্মুখে অভিযানটি চালিয়ে মাদকদ্রব্য ও কারবারিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ