প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪৪ এ.এম
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দীন গ্রেফতার।

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনকে আজ (১১ মার্চ) সকাল ১১টার দিকে কলেজ এলাকা থেকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তার অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির ঘনিষ্ঠজন হওয়ার কারনে এতদিন তিনি পদে বহাল ছিলেন। ৫ আগস্টের পর সারা দেশে ফ্যাসিস্ট অপসারণের মধ্যেও নাগেশ্বরী মহিলা কলেজ ছিল ব্যতিক্রম, যার মূল কারণ ছিল সভাপতির একচ্ছত্র আধিপত্য।
অবশেষে আজ পুলিশের গ্রেফতারের পর এলাকা জুড়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত ফ্যাসিস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.