অন্যান্য

কুড়িগ্রাম নাগেশ্বরীতে অটো চালককে  হত্যার ঘটনায় আটক -১

  প্রতিনিধি 4 March 2025 , 4:36:31 প্রিন্ট সংস্করণ

 

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি

 

কুড়িগ্রাম নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে

বেলাল হোসেন নামের এক অটো

চালকের মরা দেহ উদ্ধারের ঘটনায়

রংপুর থেকে আটো রিকশা সহ

গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

 

সোমবার ৩ মার্চ রাতে গ্রেফতারের বিষয়টি

নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

 

এর আগে একই দিন বিকেল ৫ টার দিকে

রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ জাহিদুল ইসলাম।

তার বাড়ি ফুলবাড়ি উপজেলার খোচাবাড়ি গ্রামে।

 

পুলিশ জানায় গ্রেফতারকৃত মোঃ জাহিদুল ইসলাম

নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় এনে তাকে হত্যা করে

অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা বলেন, অটোরিক্সা চালক হত্যার

ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পাশাপাশি আরো যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ