মোঃ সফিকুল ইসলাম
কুড়িগ্রামের নাগেশ্বরী বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৪ই মার্চ উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের হলরুমে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫,কুড়িগ্রাম- ১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর নবী দুলাল, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার লিখিল চন্দ্র বর্মন, শিক্ষক সমিতির সেক্রেটারি রিয়াজুল হক সহ সভাপতি ফজলুল হক সহ শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
এ সময় আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন আপনারা মানুষ গড়ার কারিগর, আগামী সংসদ নির্বাচনে আপনারাই ন্যায় প্রতিষ্ঠার প্রতীক, আগামী নির্বাচনে শুধু ন্যায় ও প্রতিষ্ঠায় সঠিক দায়িত্ব পালন করবেন এটাই আমার চাওয়া।
আপনাদেরকে দ্বারা অন্যায় প্রতিষ্ঠা করতে চাই না। কেউ অন্যার প্রতিষ্ঠা করলে আপনারা সেটাকে আশ্রয় দিবেন না।