প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৯:২৪ এ.এম
কুড়িগ্রাম নাগেশ্বরীর কচাকাটায় খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুজন মামাতো ও ফুফাতো ভাইবোন।
মৃত্যু শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির বলেন, দুপুরে আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।
রিয়া মণির ফুপা ইছামুদ্দিন বলেন, দুপুরের পর থেকে দুজনকে পাওয়া যাচ্ছিল না। তাদেরকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখতে পাওয়া যায়। মৃত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ওসি নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেওয়া হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.