মোঃ মতিউর রহমান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
আজ ১১ ই জুলাই ২০২৫ রোজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম পৌর শাখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে রাত ৮ টায় মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এক সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সহযোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী। বক্তব্যে তিনি বলেন, " জামায়াত কোন অপকর্মকে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দিবে না।" তিনি অন্যায়, অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত একটি মানবিক ও কল্যান রাষ্ট্র গঠনের জন্য সকলকে জামায়াতে পতাকাতলে আসার আহবান জানান।
২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মতিউর রহমান।
পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও আলোচনা রাখেন।
দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।