অন্যান্য

কুড়িগ্রাম বইছে শীতের আগমনী বার্তা 

  প্রতিনিধি 29 October 2024 , 5:55:46 প্রিন্ট সংস্করণ

আবু আনছারী, নাগেশ্বরী-কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ছবিঃ দৈনিক চেতনায় বাংলাদেশ ।

 

হেমন্তের শুরুতে শীতের হাওয়া বইতে শুরু করেছে উত্তরের জেলা কুড়িগ্রামে। ফলে দিন এবং রাত অনেকটা সময় কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। প্রকৃতির রুপ বদলে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

যদিও পন্থিকা মতে শীত আসতে এখনো সময় দু’মাস বাকি।

 

ঘাসের ডগায় জমে থাকা ভোরের শিশির আর কচু-পাতায় গড়ে পড়া জলের কণা বলে দিচ্ছে এখন হেমন্তকাল। সকালের আপসে পড়া কুয়াশা আর ঝিমিয়ে পড়া শালিকের অহর্নিশ কলরব জানান দিচ্ছে এসছে শীতকাল।  চৈত্রের চড়তা মুছে দিয়ে প্রকৃতির মাঝে প্রাণ ফিরিয়ে এঋতু  বৈচিত্র্য।

তিন-চার দিন ধরে সন্ধ্যার পর থেকে শীত শীত লাগছে। রাতে শীতের কারণে আপাতত কাঁথা বের করা হয়েছে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে ঘন কুয়াশা দেখা যায়। দুই দিন থেকে সকালে শীতের কাপড় পড়ে হাঁটতে বের হতে হচ্ছে।

 

দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম সহ আসেপাশের সিমান্তবর্তী কয়েকটি জেলায় হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সকাল ও রাতের অধিকাংশ সময় কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। প্রতিবারের মতো এবারেও যেন অনেকটা আগে ভাগেই শীতের আমেজ পাচ্ছে প্রাণীকুল। এতে খেটে খাওয়া মানুষের মাঝে জীবিকা নিয়ে অনেকটা আশঙ্কা রয়েছে।

 

কুড়িগ্রাম রাজারহাট আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান,কয়েকদিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করছে। কিছুদিনের  মধ্যে শীতের তীব্রতা বাড়বে বলে জানান তিনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ