অন্যান্য

কুড়িগ্রাম শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি 2 July 2025 , 4:07:57 প্রিন্ট সংস্করণ

মোঃ মতিউর রহমান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)

আবু সাইদ-মুগ্ধ: শেষ হয়নি যুদ্ধ স্লোগানে-
কুড়িগ্রাম শহর জামায়াতের আয়োজনে জুলাই- আগষ্ট গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহীদ, আহত ও পঙ্গুত্ববরনকারীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
০১ জুলাই, মঙ্গলবার বাদ মাগরিব কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে কুড়িগ্রাম শহর আমীর আব্দুস সবুর খানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

তিনি বলেন, ” ফ্যাসিবাদকে রুখতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হলে দেশের সকল শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে বসবাসের নিশ্চয়তা পাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, সজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শাহজালাল সবুজ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এবং বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক উদীয়মান তরুণ ছাত্রনেতা মোঃ আব্দুল আজিজ নাহিদ।

জুলাই গণ-অভ্যুত্থানের মাঠে লড়াকু আহত সৈনিক মোঃ আরিফুল ইসলাম জুলাই আন্দোলনের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।

আলোচনা ও দু’আ শেষে কুড়িগ্রাম কালচারাল একাডেমি এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ