অন্যান্য

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ আটক ৮

  প্রতিনিধি 16 October 2024 , 3:35:40 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতে থেকে অবৈধভা‌বে ফেরার পথে দুই দালালসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৬১ এর কাছ থেকে তা‌দের আটক করা হয়।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধীনস্থ মোল্লারচর বর্ডার আউট পোস্টের (বিওপি) দায়িত্বরত নায়েব সুবেদার সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজার ইউনিয়নের মধ্য বরিশাল গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৮), একই জেলার সন্ন্যাসী গ্রামের হাসেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬০), তেঁতুল বাটিয়া ইউনিয়নের হগতপাতি গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া সিকদার (১৮), গোলশাখালি ইউনিয়নের পলিটিকস গ্রামের আব্দুর রশীদের ছেলে রেজাউল সিকদার (২০), মোরেলগঞ্জ ইউনিয়নের গাবতলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে নরুল ইসলাম (৪৩) ও শরণখোলা উপজেলার তাফালবাড়ি ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল লতিবের ছেলে রাছেল তালুকদার (৩২)।

এ ছাড়াও তা‌দের সীমান্ত পার হ‌তে সহায়তাকারী দালাল চক্রের দুই সদস‌্যকে আটক করেছে বি‌জি‌বি। তারা হ‌লেন- রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহানের ছেলে ফরহাদ হোসেন (৩৫) ও হাজি মইমউদ্দিনের ছেলে জাকিরুল হক (৪৫)।

আটক বাংলাদেশিদের কাছ থেকে নগদ ২৪ হাজার ৫২০ রুপি, ১০টি মোবাইল ফোনসহ ইলেক্ট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

নায়েব সুবেদার সিরাজুল ইসলাম জানান, ফকিরপাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে। আটকরা দীর্ঘদিন দিন ধরে ভারতের দিল্লি শহরে জীবিকা নির্বাহ করতেন। তা‌দের বিরুদ্ধে মামলা দি‌য়ে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

রৌমারী থানার ওসি মামুনুর রশীদ বলেন, আটক বাংলাদে‌শি‌দের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ