অন্যান্য

কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  প্রতিনিধি 14 March 2025 , 5:56:19 প্রিন্ট সংস্করণ

oplus_0

তানভীর সালাম অর্ণব

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

 

 

এসময় তার সাথে ঘটে যাওয়া নৃশংসতার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আছিয়ার জন্য জান্নাত কামনা করে গণিত ১২তম আবর্তনের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘আমরা আছিয়ার নির্মম হত্যার বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

 

 

আরেক শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, স্বৈরাচারী আমলে ধর্ষকদের পুরস্কৃত করা হতো। কিন্তু আমরা চাই, এই ঘৃণ্য অপরাধের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।’

 

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ