তানভীর সালাম অর্ণব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাগুরায় আট বছরের শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন। নৃশংস এ হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান করেন তারা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মৌন মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আছিয়া একজন লড়াকু মেয়ে ছিল। সে যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তার চেয়েও কঠিন শাস্তি হওয়া উচিত দোষীদের। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।'
আরেক শিক্ষার্থী বলেন, 'একজন বাঙালি হিসেবে আমরা লজ্জিত, যেখানে আমাদের মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারে না। আমাদের সমাজে ধর্ষকরা বারবার অপরাধ করেও বিচার পাচ্ছে না। যদি দেশে প্রতিটি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে তারা এতটা সাহসী হয়ে উঠতে পারত না। আজ আছিয়া মাটির নিচে, আর ধর্ষকরা এখনো জীবিত। আমরা চাই, ধর্ষিতার জানাজার আগেই ধর্ষকদের বিচার নিশ্চিত করা হোক।'
উল্লেখ্য, মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনে আজ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে।