অন্যান্য

কুবিতে ইউকে এডুকেশন এক্সপো সেমিনার অনুষ্ঠিত

  প্রতিনিধি 13 August 2025 , 12:56:22 প্রিন্ট সংস্করণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ, প্রস্তুতি ও প্রক্রিয়া নিয়ে “ইউকে এডুকেশন এক্সপো” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস ক্লাবের উদ্যোগে এবং লন্ডন মিরর কনসালটেন্সির ব্যবস্থাপনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মো. শামীমুল ইসলাম, অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার এবং অর্থনীতি ক্লাবের প্রেসিডেন্ট ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ইউকে এডুকেশন এক্সপোর কনসালট্যান্ট সৈকত হাসান রনি উচ্চশিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, “আমরা ইউকের বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষায় বেশি দক্ষ হতে হয়। সেক্ষেত্রে আপনাদের পছন্দের তালিকায় ইউকের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হবে।”

এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন লন্ডন মিরর কনসালটেন্সির সিইও সাখিলা আক্তার। তিনি বলেন, “আমাদের লন্ডন মিরর কনসালটেন্সি এখন বৈশ্বিক পর্যায়ের একটি শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকার দেশ এবং এর বাইরেও বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য শিক্ষার্থী প্রেরণ করে থাকি। একজন শিক্ষার্থীর ফাইল অ্যাসেসমেন্ট থেকে শুরু করে গাইডলাইন, ভর্তি প্রক্রিয়া, ভিসা এবং যুক্তরাজ্যে আসার যাবতীয় ধাপে আমরা সহায়তা করে থাকি।”

তিনি আরও বলেন, “এই এক্সপোর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করা এবং উচ্চশিক্ষার জন্য এখন থেকেই কীভাবে প্রস্তুতি নিতে হবে তা জানানো। এছাড়াও যারা আমাদের সঙ্গে ফাইল প্রসেসিং শুরু করবে, ভর্তি পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করবে এবং সফলভাবে যুক্তরাজ্যের ভিসা পাবে, তাদের সবার জন্য আইইএলটিএস পরীক্ষার ফি ক্যাশব্যাক দেওয়া হবে।”

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ