অন্যান্য

কুবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

  প্রতিনিধি 10 March 2025 , 2:39:15 প্রিন্ট সংস্করণ

oplus_2

তানভীর সালাম অর্ণব

 

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এ আয়োজনে ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা একত্রিত হন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রভাষক খন্দকার ওয়ালীউল্লাহ। এছাড়া ক্লাবের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাখাওয়াত শাওন, কাউসার হামিদ জীবন, মেজবাহ উদ্দিন ও এমডি নুরুল মোস্তফা।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে কুবি সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৮ সালে আমরা একটি বিজ্ঞান উৎসব আয়োজন করি এবং ২০২৪ সালে আরও একটি সফল বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। আমাদের সদস্যরা ‘নিকো’ নামে একটি রোবটও তৈরি করেছে। ভবিষ্যতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সঙ্গে অন্যান্য প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি খন্দকার ওয়ালীউল্লাহ বলেন, “এমন সংগঠনের মাধ্যমে আগামী দিনে বিজ্ঞানভিত্তিক আলোচনার পরিসর আরও বিস্তৃত হবে, যা শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে।”

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ