মোঃ জীবন শেখ
এক লাখ টাকা চুরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে চোর চক্রের ২ নারী সদস্যকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ১১ টার দিকে মূল বাজারের স্বর্ণপট্টি থেকে তাদেরকে আটক করা হয়।
আটক চোর চক্রের দুই নারী সদস্য বেদে সম্প্রদায়ের বলে দাবি করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী নাসরিন খাতুন জানান, ইসলামী ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ব্যাংকে যাবার আগে কসমেটিক কেনার উদ্দেশ্যে দোকানে গেলে আজান নারী কেনাকাটা করার অভিনয় করে তার চতুরপাশে ভিড় করে রাখে।
কেনাকাটা শেষে দোকান থেকে বের হয়ে পার্শ্ববর্তী হোটেলে পানি খাবার উদ্দেশ্যে গেলে সেখানেও কসমেটিকের দোকানে থাকা ৫ নারী তার কাছাকাছি অবস্থান করেন। পানি খাবার ফাঁকে যেকোনো সময় তার ব্যাগ থেকে ১ লাখ টাকা বের করে নেয় ওই ৫ নারী বলে দাবি করেন তিনি।
পরবর্তীতে ব্যাগ খুলে টাকা না পেয়ে পাঁচ নারীর মধ্যে একজনকে ধরে চিৎকার করলে পালিয়ে যায়। স্থানীয় জনগণ আরেকজনকে আটক করেন। আটক দুজনে কাছে টাকা পাওয়া না গেলে পরবর্তীতে তাদেরকে সোপর্দ করা হয়।
কুমারখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, তোর সন্দেহে দুজন নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।