উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে যাত্রা বিরতির দাবিতে জনতা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ৩ টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২২ মিনিট থামিয়ে রাখা হয় এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ জড়ো হতে শুরু করেন।
বিক্ষোভকারীরা কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে সোচ্চার হন। তারা জানিয়ে দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল কুমারখালী রেলস্টেশনে এই দুটি ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা এবং স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা।
বিক্ষোভের পর কুমারখালী স্টেশন মাস্টার আসেন এবং জনতাকে আশ্বস্ত করেন যে, তাদের দাবি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে। এরপর পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভ বন্ধ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, সাংবাদিক কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা
পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ। বক্তারা কুমারখালী রেলস্টেশনে যাত্রা বিরতির মাধ্যমে স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধা ও উন্নতির আহ্বান জানান।