প্রতিনিধি 9 December 2024 , 3:54:02 প্রিন্ট সংস্করণ
মোঃ জীবন শেখ
কুষ্টিয়ার কুমারখালীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে পাঁচ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে সমাজকর্মীরা বলেন,এগিয়ে যাওয়ার জন্য নারীদের সাহসীকতা থাকতে হবে। সমাজে নারীরা অবহেলিত নারীদের মুক্তির লক্ষে সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, বিভিন্ন এনজিও সংস্থার সমাজকর্মী স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ।