অন্যান্য

কুমেদপুরে গোয়াল ঘরে আগুনে গরু নিহত, আহত ১ জন

  প্রতিনিধি 23 August 2025 , 4:09:28 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম

কুড়িগ্রাম জেলার কুমেদপুর কবিরাজ পাড়ায় গতকাল গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, রাত প্রায় ১২টা ২০ মিনিটের সময় গোয়াল ঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গোয়াল ঘরে।

 

এ ঘটনায় একটি গরু পুড়ে মারা যায়। বাকি গরুগুলোকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তি দগ্ধ হয়ে আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেন।

পরে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, গোয়াল ঘরে কয়েল ব্যবহার করাই এ দুর্ঘটনার প্রধান কারণ।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ