প্রতিনিধি 5 November 2024 , 3:02:13 প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কুয়াকাটায় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় দোকানের ভিম ভেঙ্গে দুর্ঘটনা ঘটে। নির্মানাধীন একটি দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে মাথায় পরে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত আবুবক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ও কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।
মহিপুর থানার (ওসি) তদন্ত মো. নোমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।