প্রতিনিধি 15 December 2024 , 3:00:12 প্রিন্ট সংস্করণ
গৌরাঙ্গ বিশ্বাস
স্নিগ্ধ শীতল বাতাস আর চারপাশে ঘন কুয়াশার চাদরে মোড়া পৃথিবী, তার মাঝে আলতো করে উঁকি দেয় লাল টকটকে সূর্যের আলো।
সূর্যের কিরণ যেন ধীরে ধীরে ভেদ করে কুয়াশার স্তরগুলোকে, যেমনটি জীবনের হতাশা ও অন্ধকারের ভেতর থেকে আলোর পথ খুঁজে নেয় আশা। এই ভোরের সূর্য জানিয়ে দেয়, অন্ধকারের শেষে আলোর জয় অনিবার্য।
কুয়াশার ফোঁটা জমে থাকা ঘাসের উপর যেন মুক্তোর মতো ঝিকিমিকি করে, আর সেই আলোয় ভেসে ওঠে নতুন দিনের প্রতিশ্রুতি। ভোরের এই মায়াবী সৌন্দর্য যেন জীবনকে বলে—প্রতিটি দিনই একটি নতুন শুরু, একটি নতুন সম্ভাবনা।
গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধিঃ
০১৭১২৭২০৭৮৭