অন্যান্য

কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল 

  প্রতিনিধি 19 February 2025 , 5:15:22 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ মোড় থেকে মশাল মিছিল বের হ‌য়ে পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ মোড় সংলগ্ন দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সংগঠক মুকুল মিয়া, আব্দুর রাজ্জাক রাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলার আহ্বায়ক খন্দকার আল ইমরান। সমাবেশে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থী‌দের ওপর হামলার তীব্র নিন্দা জানাই আমরা। সন্ত্রাসীরা কখনও ছাত্র হতে পারে না, তাদের কোনও দল নেই। তাই সংঘবদ্ধ সব সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলার সংগঠক আসাদুজ্জামান, গোলাম রসুল রনি, মোজাম্মেল হক বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও সংগঠক আলমগীর হোসেন প্রমুখ।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ