অন্যান্য

“কুরআনের_বিজয়_চাই” | শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান

  প্রতিনিধি 24 June 2025 , 3:41:57 প্রিন্ট সংস্করণ

মোঃ মাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের নলডুবি দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সোমবার বিকেল ৫ টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহবাজপুর ইউনিয়ন শাখার জনসভার আয়োজন করা হয় ওই জনসভার সভাপতি তো করেন ইউনিয়নের আমির ২ নং শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামাতে আমির ড. মাওলানা কেরামত আলী এবং উপস্থিত ছিলেন মোঃ বাবুল হক শিবগঞ্জ উপজেলার সেক্রেটারি ও মোঃকাইতুলমান শাহবাজপুর ইউনিয়ন সেক্রেটারি এবং স্থানীয় নেতৃবৃন্দ। তিনি বলেন দেশের মুক্তি? কুরআনের আইনে! মানুষের শান্তি? রাসূল (ﷺ)-এর আদর্শে!নেতৃত্ব যদি আলোকিত না হয়, তবে জাতির ভাগ্য অন্ধকার!দেশে কুরআনের শাসন এলে, মসজিদের মুসল্লিরা নামাজি হবে > ইসলামী আইন কায়েম হলে দেশের প্রতিটি আইন-আদালত, শিক্ষা-অর্থনীতি কুরআনি শরিয়ায় পুনর্গঠিত হবে।গরিবের ঘরে উঠবে অন্নের থালা – অন্যায়ের বিরুদ্ধে ঝড়বে তাকবিরের গর্জন! তবে ই লাগবে সরকারি কর্মকাণ্ডে “রাসূল (ﷺ)-এর সীলমোহর!

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ