অন্যান্য

কুলিয়ারচরে ২৮ কেজি গাঁজা ও দুটি পিকআপসহ তিনজন গ্রেফতার

  প্রতিনিধি 28 February 2025 , 10:20:17 প্রিন্ট সংস্করণ

নিজাম উদ্দীন 
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও দুটি পিকআপসহ তিন ব্যক্তিকেত গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজনের মধ্যে আকরাম হোসেন (২৫)  ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পাঁচপাই এলাকার কামাল হোসেনের ছেলে, মো. সুমন মিয়া (২২) ত্রিশাল উপজেলার মল্লিকবাড়ি গুবিদিয়া এলাকার করিম মিয়ার ছেলে ও মো. রিয়াজ (২২) একই উপজেলার তালাবহর (তালাবর) এলাকার মৃত সফুর উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কুরিয়ারচর উপজেলার রামদি বিএনপি কার্যালয়ের সামনে ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ