উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া:
কুষ্টিয়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা এনএস রোডে ফুটপাত দখল মুক্ত করতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে যৌথবাহিনী এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট, টংঘর এবং অন্যান্য কাঠামো অপসারণ করা হয়।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। তিনি জানান, "ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে শহরের পরিবহন ব্যবস্থা উন্নত করা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে।"
পৌরসভা প্রশাসক শারমিন আক্তার বলেন, দীর্ঘদিন ধরে এনএস রোডের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল, যা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল এবং যানজট বাড়াচ্ছিল। তিনি আরও জানান, "অবৈধ স্থাপনা অপসারণের জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। বারবার সতর্ক করার পরও দখলদাররা স্থান খালি না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।"
অভিযানের সময় বেশ কিছু দোকানদার নিজ উদ্যোগে তাদের পণ্যসামগ্রী সরিয়ে নেন। তবে, কিছু ব্যবসায়ী এই অভিযানে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পৌরসভার কাছ থেকে সাইনবোর্ড বাবদ প্রতি স্কয়ার ফুট ১৪০ টাকা দিয়ে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ উচ্ছেদে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারীদের চলাচল নিশ্চিত করতে কেবল এনএস রোড নয়, কুষ্টিয়া শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।