অন্যান্য

কুষ্টিয়ায় গাঁজার গাছ সহ তিন পলাতক আসামি আটক    

  প্রতিনিধি 27 November 2024 , 7:47:50 প্রিন্ট সংস্করণ

 

মোঃ জীবন শেখ, কুষ্টিয়া প্রতিনিধিঃ

 

কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি গাঁজার গাছ সহ তিন পলাতক আসামি গ্রেফতার হয়েছে । জানা যায়, ইবি থানার হরিনারায়ণ পুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃরাকিবুল ইসলাম, এসআই ইউসুফ আলী শাহীন এবং মনোহরদিয়া পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার করে। যার উচ্চতা ১২ ফুট, ডালপালা ও

কাচা পাতা সহ ওজন ৬ কেজি। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা । এছাড়া গত ২৪ নভেম্বর হতে ২৫ নভেম্বর কুষ্টিয়া থানা পুলিশ কতৃক সাজা প্রাপ্ত সিআর ওয়ারেন্ট ভুক্ত ৮১/২৪ ( ইবি) এর আসামী মোঃ জাকারিয়া, পিতা আখের আলী, সাং নান্দিয়া, ইবি থানা মামলা নং- ১৮, তারিখ ২৫/১১/২৪, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৮( ক) এর আসামী মোঃ হাফিজুর রহমান হেপি(৪৫) পিতা – জোয়াদ আলী মন্ডল, সাং আড়পাড়া । এছাড়া ইবি

থানার মামলা নং ১৭, তারিখ ২৫/১১/২৪, ধারা ৩৮০/৪৮১ পিসিমূলে আসামী মোঃ হায়দার আলী, পিতা – মোঃ গিয়াস উদ্দিন, সাং- কমলা পুর,থানা ইবি,জেলা কুষ্টিয়া গনকে গ্রেফতার করেন ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ