অন্যান্য

কুষ্টিয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে দুই মহিলার মারধরের ভিডিও ভাইরাল

  প্রতিনিধি 9 December 2024 , 3:59:17 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ জীবন শেখ

 

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামের ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে। তাকে দুই মহিলা চড়-থাপ্পড় ও জুতাপেটা করেন। পুলিশ সদস্যকে মারধরের উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, সকালে দুই নারী ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কী কারণে বা কে কে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ