কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের মেয়ে। মৃতরা হলেন আব্দুস সালাম (৫০), তার স্ত্রী রুপা (৩৫) এবং তাদের কন্যা ছাবা (১১)।
বুধবার (২৩ অক্টোবর) এই দুঃখজনক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে একজন গুরুতর আহত হয়েছেন, যাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টির ফলে বাড়ির ভেতরে পানি ঢুকে যায়। পানি সরানোর জন্য কাজ করার সময় বাড়ির ষ্টিলের দরজায় বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগলে প্রথমে আব্দুস সালাম বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রুপা এবং পরে তাদের মেয়ে ছাবাও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।