উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় ৭ নভেম্বর বেলা ১১টার দিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে সর্বকালের অন্যতম বৃহৎ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি পৌরসভা চত্বরে শেষ হয়, যেখানে হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এ র্যালির নেতৃত্ব দেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক কর্মী ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন।
সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তাঁর বক্তব্যে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের জনগণের অধিকার রক্ষাই এই দিবসের মূল লক্ষ্য। বক্তৃতায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ আন্দোলনের গুরুত্বও তুলে ধরা হয়।
আয়োজনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিভিন্ন বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনী ও জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে সংঘটিত অভ্যুত্থান বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে। এই দিনটি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতিতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।