মোঃ মিন্টু হোসাইন (ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার অধীনস্থ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের বাউন্ডারি ঘেষে খিচুড়ি পট্টি নামক কসমেটিকস মার্কেটের মধ্যে পৌরসভার রাস্তার জায়গা দখল করে অবৈধ ভাবে রাতের অন্ধকারে দোকান ঘর নির্মান কাজের মহোৎসব শুরু করেছে।
প্লাটফর্ম এর দেয়াল ঘেঁষে পৌরসভার রাস্তার উপর অবৈধ ভাবে দোকান নির্মানের অপচেষ্টায় যারা লিপ্ত রয়েছেন তাদের কে তদন্ত সাপেক্ষ আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন ভেড়ামারা বাসী।
প্লাটফর্ম এর দেয়াল ঘেঁষে পৌরসভার রাস্তার উপর অবৈধ ভাবে দোকান নির্মান এর কাজ করছে যা দেখে মনে হচ্ছে এ যেন ভুমি দখলের মহোৎসব এ পরিণত হয়েছে। কে বা কারা এই কাজের সাথে জড়িত আশপাশের দোকানদারদের কাছে জানতে চাওয়া হলে তারা ভয়ে মুখখুলতে নারাজ।
যথাযথ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভেড়ামারা বাসী।