প্রতিনিধি 12 December 2024 , 12:42:41 প্রিন্ট সংস্করণ
মোঃ জীবন শেখ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রুবিনা খাতুন (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে রুবিনার বাড়ি থেকে ১৯৭ পিস ফেনসিডিল ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর মতে, রুবিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এ অভিযানটি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় পরিচালনা হয়েছে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান।