প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৪:৩৯ পি.এম
কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার সংলগ্ন বাস ট্রাকের মুখোমুখি সং*ঘ*র্ষ।

নাফিজ আহমেদঃ
গত ২০ই মার্চ ঢাকা থেকে কুষ্টিয়া গ্রামে শুভ বসুন্ধরা পরিবহন ১২টার দিকে কুষ্টিয়া খোকসা উপজেলার বিলজানি বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয়। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক এর সঙ্গে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে আহত হন এবং তারা বর্তমানে খোকসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাসটি রাস্তার উপর দুমড়ে মুছরে থাকার কারণে কুষ্টিয়ার রাজবাড়ির আঞ্চলিক মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। এবং প্রায় ২-৩ ঘন্টা যানজট এর সম্মুখীন হতে হয়।পরবর্তীতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় বাসটি রাস্তা থেকে সরানো হয় এবং যানজট নিরসন সম্ভব হয়।
বার্তা প্রেরকঃ
নাফিজ আহমেদ, কালুখালী (রাজবাড়ী)।
তাং: ২১ মার্চ ২০২৫ ইং
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.